সৌরভ ভট্টাচার্য
2 February 2015
পুরীর সমুদ্রে যখন প্রথমবার বাবার হাত ধরে নামি, আমার সে কি উত্তেজনা! ঢেউ আসলেই তার উপর দিয়ে লাফাবার চেষ্টা করছি। এমন সময় একটা বড় ঢেউ আসল। লাফাতে গিয়ে বালির তীরে পড়লাম ছিটকে। বাবা হাসলেন, বললেন, "বড় ঢেউ আসলে লাফায় না বোকা, মাথা নীচু করে দিতে হয়। মাথার উপর থেকে ঢেউটা চলে যায়, আর ছিটকে পড়তে হয় না।"
অনেকটা রাস্তা পেরিয়ে এলাম। আজ দেখছি এ নিয়ম শুধু পুরীর সমুদ্রেই না, জীবন সমুদ্রের ক্ষেত্রেও সমান ভাবে সত্যি। বড় ঢেউ-এর সাথে না যুঝে, মাথাটা নীচু করে দেওয়াই শ্রেয়। তাতে ক্ষতির পরিমাণ কমে। না হলে বাইরে যা কিছু তছনছ তো হয়ই, সাথে সাথে ভিতরটাও এমন বিধ্বস্ত হয়ে পড়ে যে কাঁদার শক্তিও থাকে না। তার চেয়ে মাথাটাকে নীচু করে রাখলে, বড় ঢেউটাকে যিনি পাঠান, তিনি সহ্য করবার শক্তিটুকুও দিয়েই পাঠান।