সৌরভ ভট্টাচার্য
18 January 2016
তুমি হয়ো না সহজলভ্য
থেকো না হাতের নাগাল
তাহলে আমার মন বলবে,
"এতো আমার আছেই, হাতের কাছেই
ওদিকে ও কে?
আছে নাকি আমারই দিকে চেয়ে?"
থেকো না হাতের নাগাল
তাহলে আমার মন বলবে,
"এতো আমার আছেই, হাতের কাছেই
ওদিকে ও কে?
আছে নাকি আমারই দিকে চেয়ে?"
তুমি হয়ো বরং
নন্দন কাননের পারিজাত
কিম্বা আফ্রিকার জঙ্গলে ফোটা নাম না জানা ফুল
নয়তো সুমেরু পর্বতের কোনো এক হিমেলচূড়া
নয়তো ষড়দর্শনের কোনো জটিল ধাঁদা
আমার প্রেম অভিযানে যাবে
খুঁজবে তন্নতন্ন করে। হয়রান হবে।
তবে তোমায় পাবে।
নন্দন কাননের পারিজাত
কিম্বা আফ্রিকার জঙ্গলে ফোটা নাম না জানা ফুল
নয়তো সুমেরু পর্বতের কোনো এক হিমেলচূড়া
নয়তো ষড়দর্শনের কোনো জটিল ধাঁদা
আমার প্রেম অভিযানে যাবে
খুঁজবে তন্নতন্ন করে। হয়রান হবে।
তবে তোমায় পাবে।
তবে একটা কথা, এসবই হয়ো রাতের বেলা
দিনের বেলা আর যা করো করো
আমার হাতের কাছেই থেকো
না হলে আমার কাজে পড়বে ছেদ
কর্তব্যতে ফাঁকি, লেখায় ঘটবে প্রমাদ
দিনের বেলায় মাঝে মাঝে
এক ঝলকে তোমার ঘর্মাক্ত মুখ
এ কাঙালের এই তো চিত্তপ্রসাদ
দিনের বেলা আর যা করো করো
আমার হাতের কাছেই থেকো
না হলে আমার কাজে পড়বে ছেদ
কর্তব্যতে ফাঁকি, লেখায় ঘটবে প্রমাদ
দিনের বেলায় মাঝে মাঝে
এক ঝলকে তোমার ঘর্মাক্ত মুখ
এ কাঙালের এই তো চিত্তপ্রসাদ