সৌরভ ভট্টাচার্য
18 December 2015
চুঁইয়ে চুঁইয়ে শরীর নামছে মনের ঘরে
মরণ আশঙ্কায় প্রমাদ গুনছে মন
হরিণী যেন বাঘের সামনে।
থিরথির করে কাঁপছে ঠোঁট
বাদল হাওয়ার পদ্মপাতায় নির্লজ্জ স্পর্শ
ভেজা পা পিছোচ্ছে এক পা, এক পা
জঙ্গলের দিকে
পিছোচ্ছে পিছোচ্ছে পিছোচ্ছে
হঠাৎ পেছন থেকে কে বলল -
ধপ্পা!
ধপ্পা!
পেছন থেকে প্রেম এসেছিল নগ্ন পায়ে
ছদ্মবেশে, ওত পেতেছিল ঝোপের ধারে
ছদ্মবেশে, ওত পেতেছিল ঝোপের ধারে
(Samiran দার হাতের ছোঁয়ায় রূপ
পাওয়া আরেকটি লেখা। কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। প্রণাম নেবেন দাদা।)