Skip to main content

"এখন বুঝছি, একবারে হয়ে যাবার না। তাহলে তো রামমোহন বিদ্যাসাগরে শেষ হয়ে যেত। তাহলে ত ১৯৩০-৩৫ এর সময়ের নারীদের কাজেই কাজ শেষ হয়ে যেত। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু মশাল একবার নিভে গেলে তাকে জ্বালানো যায় না, তাই আমাদের দায়িত্ব মশালটা জ্বেলে রেখে দেওয়া, ক্রমাগত কথাগুলো বলে চলা, বলে চলা..." Yashodhara Ray Chaudhuri (আমাদের সঙ্কীর্ণ, পঙ্গু মানসিকতা মেয়েদের বিষয়ে, তার পরিবর্তন হবে কি হবে না বিষয়ক প্রশ্নে ওনার উত্তর)
এইটাই সেই কথা যেটা শুনে বুক ভরে শ্বাস নেওয়া যায়, আবার প্রথম থেকে শুরু করার সাহস পাওয়া যায়। অনেকদিন আগে একটা কবিতায় লিখেছিলুম 'তবু' এই শব্দটাতেই সব আশা জন্মায়। কি অসাধারণ কথাটা বললেন যশোদি। মনে আছে টি এন শেষান একবার বিরক্ত হয়ে বলেছিলেন, আমার মায়ের ক্যান্সার হলে আমি তবু চিকিৎসা করাব যেমন, এইক্ষেত্রেও তাই, তবু কাজ করব। বিবেকানন্দ ঠাট্টা করে বলেছিলেন, এত মানুষের এত দিনের প্রাচীন সংস্কার তো, চেতাতে সময় লাগবে। 
ধন্যবাদ যশোদি। প্রণাম জানবেন।