সৌরভ ভট্টাচার্য
2 January 2016
দেখতে দেখতে
সব বাড়িতে জ্বলে উঠল আলো
ঠোঁটের আবদার লাগল গালে যেই
বিষন্ন কুয়াশা কাটল
আড়ামোড়া ভাঙা শরীরে এল আদরের ঢল
সন্ধ্যে এখন
চায়ের কাপে চুমুক দেওয়া ঠোঁট
চোখ নির্জন অরণ্যে একা সর্দার
তুমি অরণ্যের গুপ্ত জিয়ন ডাল
আঙুলগুলো পরীদের যাদুকাঠি
ভাঁজের পরে ঢেউ, ঢেউ এর স্বাদে মধু
মধু দিকবালিকার আঁচলের ঝোড়ো হাওয়া
সুখের সাদা পালকে নীলাকাশের ফোঁটা
তুমি সারাগায়ে মাখা বালি বালি সুখ আজ
চিকচিক করা আলোর মালাসূতা
সব সান্ত্বনা আদুরে বেড়াল হয়ে
তোমার শরীরে পাঁজরের তাপে ঢাকা
শুধু তোমারই জন্যে এত শীতেও
একফালি চাঁদে
এক চিলতে জানলা খুলে রাখা