Skip to main content

ইকিড়মিকিড়
  কারোর আঙুলে ডাক নেই তোর?

আগডুম বাগডুম
         খেলায় ডাকে না কেউ?

"উবু উবু আব্বুলিশ"
           তুই একা একা ছাদে ঘুরিস?

কিত কিত কিত
    তুই উঠান পাবি কই?

একটা বাজল এখনও বান এলো না
    দুটো বাজল এখনও বান এলো না
      তিনটে বাজলো....

বান আসে কই?
  কুমীরটা শুধু ডাঙায় ডাঙায় চেনা মুখ খুঁজে ফেরে

পুতুল পেটে যে বড় পুতুল
  তার ভিতরে ছোটো পুতুল
     তারও ভিতরে আরো ছোটো

সপরিবার নিরুদ্দেশ!, এক্কেবারে হারিয়ে গেল
       ভ্যানিশ!

 তবু মনে হয়, এই বুঝি কেউ এলো চুপিচুপি
        পিঠেতে মেরে ধাক্কা, চেঁচিয়ে বলল -


          "ধাপ্পা"!!!

Category