সৌরভ ভট্টাচার্য
20 January 2018
জীবনটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি দেখো
পছন্দ করে করে, কত ঘুরে ঘুরে রঙ বেছেছি যদি জানতে!
কত রকম আলো লাগিয়েছি এ কোণা, সে কোণায়
কোনো কোণায় যদি পাও এক রত্তি অন্ধকার, আমায় বোলো!
পছন্দ করে করে, কত ঘুরে ঘুরে রঙ বেছেছি যদি জানতে!
কত রকম আলো লাগিয়েছি এ কোণা, সে কোণায়
কোনো কোণায় যদি পাও এক রত্তি অন্ধকার, আমায় বোলো!
তাও, তাও সে আসবে
হঠাৎ করে বলবে, চলো
হঠাৎ করে বলবে, চলো
আমি "না" - ও বলতে পারব না
একটা কথাও শুনবে না ও,
দেখো!
একটা কথাও শুনবে না ও,
দেখো!