Skip to main content

দেখেছি নিরংহকারী কি নিশ্চিন্তে অহংকারীর
গা ঘেঁষে যায়, আঁচড়ও লাগে না তার গায়ে।


দেখেছি নম্র একটা মানুষ কি সহজে বাঁশের
মত উঁচু মানুষগুলোর ফাঁক দিয়ে গলে গন্তব্যে পৌঁছায় নির্বিঘ্নে।


দেখছি কম কথার মানুষ কি যাদুতে লক্ষ কথার
মধ্যেও নিজের কথাটাকে সজীব রাখে সত্যে।

দেখেছি একটা সরল হাসি কি তীক্ষ্ণতায় হৃদয়ের দুর্গম অন্ধকার করে ভেদ
হাজার বছর ধরে যেখানে হয়তো কোনো দর্শন পারেনি পৌঁছাতে।

Category