সৌরভ ভট্টাচার্য
18 March 2019
মৃত্যুর জন্য
আমি একলাই যথেষ্ট
আমি একলাই যথেষ্ট
আমার আয়ু আর শ্রমের বিনিময়ে জড়ো করা
ঘরদোর বন্ধুবান্ধব ভালোবাসা,
না চাইতেও ভরে আসা
না-ভালোবাসা, শত্রুতা
ঘরদোর বন্ধুবান্ধব ভালোবাসা,
না চাইতেও ভরে আসা
না-ভালোবাসা, শত্রুতা
এদের কাউকে চায় না সে
চাইবেও না
দেখে নিও
চাইবেও না
দেখে নিও
বাকি যা থাকবে
সে কয়েকদিনের
কুয়াশা ভিজে শুকনো পাতা
সে কয়েকদিনের
কুয়াশা ভিজে শুকনো পাতা
মৃত্যুর জন্য
আমি একা
একলাই যথেষ্ট
আমি একা
একলাই যথেষ্ট
দেখে নিও