Skip to main content

সিংহাসনে দেবতার গায়ে একটা মাকড়সা

দেবতা নির্বিকার
   মাকড়সাও

পুরোহিত উঠল চীৎকার করে -
    অপবিত্র হল সব!

প্রথম 'অপবিত্র' শব্দটা 
    থুতুর সাথে ছিটকালো
             অদৃশ্য হয়ে 
        দেবতার গায়ে

   দেবতা নির্বিকার
      মাকড়সার মৃতদেহটাও

Category