Skip to main content

(রায়বাহাদুর ছবি বিশ্বাস, পক্ষীপ্রেমী পাহাড়ি স্যান্যাল মহাশয়কে জিজ্ঞাসা করেছিলেন, ওই পাখিতে কি রোস্ট হয়….? তবে ও পাখিতে আমার আগ্রহ নেই…... কাঞ্চনজঙ্ঘা সিনেমার দৃশ্য।)

বুদ্ধে কি হয়?

আজ্ঞে মাইণ্ডফুলনেস শেখানো যায়… মানে আর কি সব স্ট্রেস ঝেড়ে ফেলে মনটা হেব্বি ফুরফুরে করে তোলা… আপনি কি খান স্যার? অ্যামলোডিপিন, অ্যালজোলাম, মেটফরমিন…. সবের ডোজ কমে যাবে স্যার… স্ট্রেস থেকেই তো সব…

আর কি হয়?

আজ্ঞে স্যার বিপাসনা ধ্যান শেখানো যায়…. একই ফল… আরো স্যাঙ্গুইন… কাজ হবেই…. আপনাকে একটা হেব্বি গরম তথ্য দিই…. এই যে হারারি আছে না…. এদিকে তো সমকামী…. ওদিকে আবার বই লিখে, বক্তৃতা দিয়ে দুনিয়া ফাটিয়ে ফেলছে…. এত স্ট্রেস নিয়ে কাজ করছে কি করে?.... ওই বিপাসনা ধ্যানে স্যার… সেপিয়েন্স বইটা পড়েছেন… হেব্বি বই স্যার.. ওই বই থেকে টুকে কত লোকে বই লিখে ফেলল, ফেসবুকে লক্ষ শব্দের প্রবন্ধ লিখে ফেলল স্যার…. কিসে? এই বিপাসনা ধ্যানে স্যার…. কে শেখালো…. আমাদের মুম্বাইয়ের শ্রদ্ধেয় গোয়েঙ্কা স্যারজী…. আহা…. বলতেই চোখে জল আসছে স্যার…এই দেখুন… এই এই আঙুলে নিয়ে দেখুন…. টাটকা জল… নো গ্লিসারিন….

আর কি হয়?

আজ্ঞে আরো কিছু হয়, কিন্তু সে সব ইন্টেলেকচুয়াল হয়ে যাবে স্যার….. এই যেমন প্রবন্ধ লিখলেন… বক্তৃতা দিলেন… কিন্তু একটু বুঝে স্যার… মৌমাছির ঝাঁক নাড়াবেন না। দেখছেন না এই যে রাশিয়া-ইউক্রেনে হাজার হাজার প্রাণ হারাচ্ছে, বাচ্চারা অনাথ হচ্ছে, মেয়েগুলো বিধবা হচ্ছে, বাবা-মা সন্তান হারাচ্ছে… অথচ কেমন সব শান্তি… শান্তি…. আসলে স্ট্রেস নিলেই স্ট্রেস স্যার… নিজেকে বাঁচিয়ে সব…বুঝলেন কিনা…. জীবনে লক্ষ্য একটাই… আন্তর্জাতিক হওয়া… এখন আন্তর্জাতিক হওয়া মানেই স্ট্রেস আরো বেড়ে যাওয়া…. স্মল স্কেলে ভাবার দিন শেষ স্যার…. এখন এই জন্যে স্ট্রেস যেমন আছে তেমন আমাদের ওষুধও আছে…. আসুন স্যার…. থাকা খাওয়া নিয়ে ষাট হাজার… তবে এখন একটা ডিসকাউন্ট চলছে… তাই… দাঁড়ান… আপনাকে…. এই চুয়ান্ন হাজার…চারশো আশিতে করে দিচ্ছি….

আচ্ছা স্ট্রেস থেকে বাঁচার আর কি উপায় আছে, একটু কম খরচে?

স্যার তবে তো আপনাকে দীক্ষাটীক্ষা নিতে হবে। নানা রাস্তা আছে। নিরামিষ আহারের পথ, আমিষ চলবে এমন পথ…. সারাদিন ঈশ্বরের নাম করতে হবে এমন পথ… দু'বেলা বসলে হবে এমন পথ… খচ্চা তেমন কিছু নেই…. আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে আপনার স্ট্রেস কমছে… আসলে স্যার স্ট্রেস তো দু'রকমের। এক বাস্তব। আর এক কল্পনার। কল্পনার স্ট্রেস মানে ভবিষ্যতের দুশ্চিন্তার কারণে যে স্ট্রেস হয়। এই আপনার বা আপনার ভালোবাসার মানুষদের কোনো কঠিন রোগ হবে কিনা… আর্থিক কোনো সমস্যা হবে কিনা… জমিজায়গা নিয়ে কোনো ক্যাঁচাল হবে কিনা…. আপনার পার্টির হাতেই কাঁঠাল থাকবে কিনা…. এখন এ সব… সবই স্ট্রেসের ব্যাপার স্যার…

বুঝলাম…

আসল কথা কি জানেন স্যার… এই মহাপুরুষ বলে যাদের আমরা ট্যাগ করে দিয়ে রাখি… আসলে এদের জীবনের একটাই উদ্দেশ্য আমি বুঝেছি, যাতে করে আপনি আমি বিনা স্ট্রেসে নিজেদের আখেরটা গুছিয়ে চলতে পারি… এদের তপস্যা… এদের সারাটা জীবনের এত ত্যাগ স্বীকার সবই আমাদের স্ট্রেস ফ্রি লাইফ দেওয়ার জন্য… আজকাল পাতঞ্জলের সেই প্রাণায়াম নিয়ে কি ব্যবসা হচ্ছে দেখছেন না? অথচ দেখুন… আপনি পাতঞ্জল পড়ুন… মনে হবে জীবনে আত্মজ্ঞান ছাড়া সব শূন্য… আসলে পাতঞ্জল মুনি আমাদের যাই শেখাতে আসুন না কেন, আমরা ওই প্রেসার সুগার কমানোর পন্থা ছাড়া বাকিটা বাতিল করে আমাদের মত করে নিয়েছি… এঁদের শিক্ষাদীক্ষা সবই আমাদের লাইফটা ইজি করে নেওয়ার জন্য… বাকিটা শুধু নিজের… কি জানেন স্যার নিজে ভালো থাকলেই জগত ভালো লাগে… আপনি আমি তো মাদার টেরেসা হতে আসিনি, জন্মাইনি… আমাদের স্বার্থবুদ্ধিটাই জীবন। ওটা গেলে সবটাই যায়।

তোমার কথা শুনে আমার চোখে জল এলো হে… এত স্পষ্ট করে এতদিন কেউ আমাকে বোঝায়নি… আমার মহাপুরুষদের জীবনী পড়লেই একটা অপরাধবোধ জন্মাত… মনে হত কি যেন একটা ভুল করছি… সত্যিই তো… নিজে না ভালো থাকলে জগতকে ভালো লাগে?

একদম স্যার… মহাপুরুষদের জীবনী পড়া মানে জানবেন ট্যুরে যাওয়া… দার্জিলিং… কি পুরী… কি সুন্দরবন… গেলে ভালো লাগে… এক একবার মনে হয় থেকেই যাই… কিন্তু স্যার… আপনিও জানেন আমিও জানি ওখানে থাকা যায় না… ওসব শুধু আমাদের রিল্যাক্সের যায়গা…দরদের না… দরদ বড় বালাই স্যার সংসারে… যত কমাবেন তত ভালো থাকবেন… দেখেন না বাপ মা-ও জানে কোন ছেলেমেয়েকে দিয়ে গাধার খাটনি খাটানো যায় আর কোন ছেলেমেয়েকে সোহাগ করে তোলাতোলা করে রাখতে হয়… দরদ বড় শর্তসাপেক্ষ জিনিস সংসারে স্যার… হাসছেন যে?

বড় ভালো বললে হে… বাবা মা-ও… হো হো হো… আজকেই 'বুদ্ধম্ শরণম্' বলে একটা কবিতা লিখে এসেছি জানো তো হে… আসলে এই শরণ নেওয়াটা আমাদের এক বাতিক… শরণ কেউ নিই না… আমরা চাই একটা ডিল হোক…

স্যার… সেন্টু খাচ্ছেন কিন্তু… জীবন মানেই ডিল… এই যে মানত করা… একি ডিল নয়… সবই তাই…

ঠিক ঠিক… কিন্তু কি বলো স্ট্রেস কমবে?... আসলে এতগুলো টাকা তো… ইনভেস্ট করে দিলাম তারপর কমল না… তোমাদের কি টাকা রিটার্নের পলিসি আছে?

না স্যার… ওটা নেই… তবে আপনি এই নিয়ে আবার একটা স্ট্রেস কেন নিচ্ছেন?… বললাম তো…আসুন… নিয়ে দেখুন… বাহ… আপনার মোবাইলের ওয়াল পেপারও বুদ্ধের… এটা আইফোনের কোন মডেল স্যার… আমার ছেলে আবার ইউক্রেনের যুদ্ধের একটা মিসাইলের ছবি ওয়ালপেপার করেছে… ভালো স্যার… ছোটো থেকেই শিখে যাক… স্কুলে বাচ্চাটা গুলি চালিয়ে দিল দেখলেন… কি বড় খবর… আর ওদিকে দুটো দেশ… ছাড়ুন… আমিই বা বকে মরছি কেন…

বুঝেছি বুঝেছি… টাকাটা কি অনলাইনে দেব?

দিয়ে দিন স্যার… তবে আসছেন কনফার্ম তো?