Skip to main content

 

দুর্নীতির ঘাড়ে পড়ে আসিয়া ছলনীতি

দুর্নীতি বলে ভাই, চেনা লাগে অতি

 

ছলনীতি বলে, ওহে আয় মোর দলে

নহিলে নাহিক রক্ষা, ভরি দিব জেলে

 

ছলনীতি দুর্নীতি দোঁহে যুযুধান

সত্যনীতি বলে, ভাই রাখো মোর মান

 

নাহি করে ভ্রুক্ষেপ কেহ, রঙ্গ বাড়ি চলে

কোলাহল দিগবিদিকে, মজে কুতুহলে

 

ইতিহাস নীরব রহে ঈষৎ হাসিয়া

কালের চক্র ফেরে তারে আবর্তিয়া

 

কেহ উদাসীন, কেহ রুষ্ট, কেহ তুষ্ট

কেহ ধৈরজে, কেহ ভীষণ অতিষ্ঠ

 

বরিষ্ঠ প্রাজ্ঞ কহে এই নহে অন্ত

দেখিবে আরো লীলা, পথ তো অনন্ত

 

নিরপেক্ষ সত্য যেন সুনীল আকাশ

দেখা দিবে কোনো কালে কাটি মেঘাভাস

Category