সৌরভ ভট্টাচার্য
21 March 2017
বাধা তো নেই
ছিল না কোনোদিন
যে কীট মাকড়সার জালে আটকা -
সে জাল কি তার বাধা? সে তো দুর্ভাগ্য!
সে জাল কি তার বাধা? সে তো দুর্ভাগ্য!
দুর্ভাগ্যের শিকার হয়েছি তবে? বলতে পারো
যে জালে আটকা, সেই জালকেই বেসেছি ভালো
যে জালে আটকা, সেই জালকেই বেসেছি ভালো
এখন দ্বন্দ্ব মাকড়সার
শত্রুর সাথে লড়াই সে জানে
জানে বিপন্নকে ঘায়েল করার কৌশল
শত্রুর সাথে লড়াই সে জানে
জানে বিপন্নকে ঘায়েল করার কৌশল
ভালোবাসার সাথে লড়েনি তো কোনোদিন
তাই ঘুরেঘুরে খুঁজছে আমার বৈরিতার ছিদ্র
বিষ ঢালবে সে পথে
তাই ঘুরেঘুরে খুঁজছে আমার বৈরিতার ছিদ্র
বিষ ঢালবে সে পথে
আমি ভালোবাসা দিয়ে দুয়ার আগলে বসে
দুর্ভাগ্যের জালে হতভাগা দুর্ভাগ্য এখন
দুর্ভাগ্যের জালে হতভাগা দুর্ভাগ্য এখন