সৌরভ ভট্টাচার্য
5 January 2018
আচ্ছা চার্লস ডারউইন কি কর্মফলে বিশ্বাসী ছিলেন? না, ধরুন বুদ্ধের জাতকের গল্প উনি পড়েছিলেন কিনা তো আমরা জানি না, যদি পড়তেন, তবে কি বিবর্তন তত্ত্বের একটা নতুন দিশা পেতেন?
"Origin of species by means of Karma" - কি লেখা হত না?
যদিও আমাদের কেষ্ট ঠাকুর ডারউইন আর বুদ্ধ দুজনকেই করুণার চোখে দেখে বলতেন, "ওহে অবোধ বালকদ্বয়, বিনাশশীল দেহ লইয়া কেন এত চিন্তিত, অবিনাশী আত্মা রহে চিরযুবা- অনিন্দিত।"
তাই শুনে মার্ক্স বা লেনিন কি বলতেন আমি জানি না, হয়ত বলতেন, আত্মা পুঁজিবাদ আর দেহ হল শ্রমিক, দেহের শ্রমের অন্যায্য ভোগী আত্মা, কৃষ্ণ, তুমি পুঁজিবাদী।
সৌরভানন্দ দাস ভণে, ওহে গুণীবৃন্দ, জগতজোড়া মহামায়ার কি বিচিত্র দ্বন্দ্ব!