সৌরভ ভট্টাচার্য
27 April 2020
ঝড়ের নিশান মেঘ ওড়ালো
পাখিকে বলল,
খবরদার!
ছোট্টো শরীর হারিয়ে যাবি
নীড়ে ফিরে যা
হ হুঁশিয়ার!
পাখিকে বলল,
খবরদার!
ছোট্টো শরীর হারিয়ে যাবি
নীড়ে ফিরে যা
হ হুঁশিয়ার!
পাখি বলল,
যে বাতাসে ঝড় তোলো মেঘ
সে যে আমার ডানার সখা
তুমিই জেনো ফুরিয়ে যাবে
নীলাকাশ আবার দেবেই দেখা।
যে বাতাসে ঝড় তোলো মেঘ
সে যে আমার ডানার সখা
তুমিই জেনো ফুরিয়ে যাবে
নীলাকাশ আবার দেবেই দেখা।