Skip to main content

আমি বহুবার চেষ্টা করলাম জানো
    বহুবার।
আমার অন্তত একটা ডানা কেটে 
  তোমার তৈরি এত দামী খাঁচার সাথে
  এক্কেবারে মানিয়ে গিয়ে -
  মান রাখি তোমার ভালোবাসার।
    তোমার আমাকে ভালোবেসে
    শুধু আমাকেই পাবে বলে সর্বক্ষণ
তোমার বহু প্রচেষ্টার সার্থক রূপ যে খাঁচার,
  মান রাখি।

হল না জানো।
জানোয়ারের মত, রক্তবীজের মত জন্মে উঠল আবার একটা ডানা
তোমার খিস্তি লাগা থুতুতেই পুষ্টি পেল কিনা জানি না,
   তবে এত তাড়াতাড়ি জন্মালো কি করে
  এত শক্তিশালী আবার একটা ডানা?

তুমি এনে দিয়েছিলে মনে আছে...
   সেই যে গো, দুবাই না সিঙ্গাপুর থেকে
সোনা হীরে জহরত বসানো ডানা? মনে আছে?
   ওড়া যেত না ওতে, কিন্তু কি তার ভার, কি তার রূপ!
   মনে আছে তোমার, বলো না গো, মনে আছে?

একদিনও টিকল না সে ডানা, কি আশ্চর্য! 
সারা গায়ে সংক্রমণ হয়ে সেকি অবস্থা, বলো?
মরতে মরতে বাঁচলাম

তুমি তাড়িয়ে দিলে,
আর কি করতে বলো?
পারলাম না তো মান রাখতে
না তো তোমার ভালোবাসার, না খাঁচার!

এখন আমি মধ্যগগনে
তোমার নতুন সংসার দেখছি। 
বিদেশ থেকে আনানো মণিমুক্তাখচিত ডানাও দেখছি
   তোমার নতুন পোষ্যের!
কি সুন্দর পোষ মানাও গো তুমি!
আমারই পোড়া কপাল
ঝড় সামলাতে জানে এ ডানা
তোমার প্রেম সামলাতে পারলো না!

আমি বরং মরি, তুমি সুখে থাকো
   সুখে থাক তোমার খাঁচা, তোমার নতুন পোষ্য
ডানায় আমার মরণ সুখের আগুন যে গো
      আমি পুড়ি 
তুমি দূরে থাকো
   আর দূরে রাখো তোমার সোনার সংসার

ভালো থেকো...

Category