সৌরভ ভট্টাচার্য
12 August 2021
১
====
দখল চাইছি
তোমার
চলে যাও
মুক্ত করো নিজেকে
বাঁচাও আমায়
২
====
সমস্ত দখল করে বসে আছি
এত ভালোবাসা আমার
৩
====
একদিন সব দখল ছেড়ে দেব
একদিন আর দখলকে বলব না ভালোবাসা
একদিন হয় তো সত্যিই
ভালোবাসা হালকা হবে
অর্থহীন, ওজনহীন পালকের মত
উদ্দেশ্যহীন পড়বে মাটির উপর
কিম্বা উড়ে যাবে
সব প্রশ্ন এড়িয়ে