সৌরভ ভট্টাচার্য
16 December 2016
ডাকব না,
সাড়া দেওয়ার অপেক্ষাতে আছি
ভাঁটার স্রোত ফিরেছে বহুক্ষণ
নোঙর রেখেছি জোয়ারের কাছাকাছি
নোঙর ছাড়ুক মাটির মায়া
অনিশ্চিত ঢেউয়ের তালে বাঁচি
(ছবিঃ সুষ্মিতা বরাট কর্মকার)
সাড়া দেওয়ার অপেক্ষাতে আছি
ভাঁটার স্রোত ফিরেছে বহুক্ষণ
নোঙর রেখেছি জোয়ারের কাছাকাছি
নোঙর ছাড়ুক মাটির মায়া
অনিশ্চিত ঢেউয়ের তালে বাঁচি
(ছবিঃ সুষ্মিতা বরাট কর্মকার)