Skip to main content
একদিন এমনও হল
পায়ের উপর ঢেউ গড়ালো
ঢেউ বেয়ে এক ঝিনুক এলো
ঝিনুক ঘেরা মুক্ত মিললো
মুক্ত ঘিরে পদ্মবনে
 
   উৎসব প্রায় আমোদ হল
কত গান হল, কত নাচ হল

আবার অন্যদিন এমনও হল
পায়ের উপর ঢেউ গড়ালো
ঢেউ বেয়ে এক ঝিনুক এলো
পা কেটে সে নোনতা জলে
জ্বালিয়ে গেলো, জ্বালিয়ে গেলো
শূন্য ঝিনুক শূন্য খোলায়
 
      ভেসে গেলো, ভাসিয়ে গেলো

আবার আরেকদিন তাও হল
ঢেউ গড়ালো, ঢেউ গড়ালো
ঝিনুক নাই, মুক্ত নাই, রক্ত নাই
আমোদ কান্না কিছুই নাই কিছুই নাই
সব কিছু খালি ঢেউয়ের রঙে
 
  ধোঁয়া ধোঁয়া ধোলো ধোলো
আকাশে উদাস বক উড়ল
বাতাসে নোনতা বিরাগ ছাইলো
সময় শূন্য শাঁখের কোলে
  হাত-পা গুটিয়ে নিদ্রা গেলো

Category