Skip to main content


------
অহংকার আর কোষ্ঠকাঠিন্যের কোথাও একটা মিল আছে। তা বলে এ বলতে চাইছি না যে, অহংকারী লোক মাত্রই কোষ্ঠকাঠিন্য হয় (আর যদি হয়ও বা, সে নেহাতই কাকতালীয়)।
কথাটা সেটা না। কথাটা হল অহংকার আর কোষ্ঠকাঠিন্য - উভয় ক্ষেত্রেই কিছু একটা কোথায় গিয়ে যেন আটকে থাকে। বেরোলেই যে শান্তি, সে কি আর বুঝি না! কিন্তু আমি বুঝলে কি হবে? প্রথম ক্ষেত্রে বোঝে না মন, দ্বিতীয় ক্ষেত্রে দেহ। সেই অকারণ কাঠিন্যের জ্বালায় যে কি দুর্ভোগ ভিতরে ভিতরে তাও জানি। মুখ বুজে সহ্য করতে হয়।
কোষ্ঠকাঠিন্যে যেমন সেটি বেরোলে শান্তি, ঠিক তেমন অহংকারটিও চোখের জলে গললেই শান্তি।
প্রথমটার জন্য না হয় ইসবগুলের নিদান আছে। দ্বিতীয়টার জন্য?



-----
যারা খুব ভালোবাসব বলে, তাদের সযতনে এড়িয়ে যাওয়াই শ্রেয়। যেখানেই ভালোবাসার শতাংশের অধিক গ্যারান্টি, সেখানেই অনুল্লিখিত শর্তের প্যাঁচ নানান প্রকার।
তার চাইতে অল্পস্বল্প ভালোবাসা পাওয়াই ভালো। চিকিৎসকেরাও বলেন, ভরপেট খাওয়া ভালো নয়। গ্যাস হয়ে বুকে ব্যাথা হতে পারে।