সৌরভ ভট্টাচার্য
5 May 2016
জানতাম না জঙ্গল পুড়লে এত লাগে
আমার বাড়ির এত কাছেই কুমায়ুন!
রোজ দেখছি পুড়ছে
গায়ে তাপ লাগছে
তবু নিশ্চিন্ত পিঠ ফেরানো সুখ আয়ত্তে।
এ আগুন - দম্ভ না প্রতিশোধ?
জানি না। যা জানি তা হল-
জঙ্গল হারালে মানুষ হারিয়ে যায়
বিষ নিঃশ্বাসের শত সহস্রফণায়
(ছবি - ইন্টারনেট)