Skip to main content

এ পূজোটা তোদেরই থাক

   বাবার মুঠোতে আঙুল পুরে
    বিস্ময় চোখে ঘুরে ঘুরে
     অসুর দুগ্গা সিংহ ইঁদুর
        সবই দেখিস জ্যান্ত ওরে
      নতুন জামা পুরোনো করে
      নতুন জুতো ধুলোয় ভরে
      চোখ ধাঁধানো আলো মেখে
       কাজল ঘেঁটে ক্লান্ত চোখে
    মায়ের কোলে বিশ্ব ভুলিস
        এ পূজোটা তোদেরই থাক,
     দস্যুগুলোকে জব্দ করে
           দেখ না ওরে,
         যদি মানুষ করে তুলতে পারিস

Category