Skip to main content
de dol dol

ভ্যাক্সিন, করোনা, ইভিএম আসিয়া
দাঁড়ায়ে আছে দ্বারের কাছে

তাই জাগিয়া উঠিয়া
   পরান আমার
আলজিব ধরিয়া 
    ঝুলিয়া আছে
      গলার কাছে

ওগো মঞ্চে টিভিতে পেপারে আজিকে কি হট্টগোল 
দে দোল দোল
দে দোল দোল 

ইভিএম টিপে বেঁচে রব নাকি?
ভ্যাক্সিন নিয়ে জ্বর হবে নাকি?
করোনা প্রাণ হরি নিবে নাকি?

কি সংশয়! কি সংশয়!
ওরে ভিতরে বাহিরে জেগেছে আমার কি সংশয়! 

ভোটেতে রোগেতে মুখোমুখি আজ
জনতা মাস্কহীন
      ছাড়ি ভয় লাজ

নেতাতে নেতাতে 
   একি গালাগাল
       এ তুফান মাঝে
          কে ধরিবে হাল! 

দে দোল, দোল
ওরে বঙ্গে আজিকে কি ডামাডোল

সে সব দেখিয়া
পরান আমার
   আপন পিণ্ডি করি সৎকার
   আলজিব ধরি ঝুলিয়া আছে
          গলার কাছে

স্বপ্ন ভাঙিয়া রাস্তায় আজি
   শত পাগল
দে দোল দোল
  দে দোল দোল

[ছবিঃ সুমন]