সৌরভ ভট্টাচার্য
31 January 2018
ইনি সুবিবেচক হিসাবে পরিচিত ছিলেনই। ইদানীং একটি ঘটনায় ইনি যে কত উচ্চ উদার হৃদয়বান পুরুষ তার প্রমাণ পাওয়া গেল। সংসারে এরূপ উদাহরণ সত্যিই বিরল।
ইনি তাহার কাকার (Sagar Sil) ঘরে প্রবেশ করিয়া দেখিলেন একটি অজ্ঞাত বস্তু খাটে শোভা পাইতেছে। অজ্ঞানতা উন্নতির অন্তরায়, ইনি বিশ্বাস করেন। সেই হেতু জিজ্ঞাসা করিলেন কাকাকে, ইহা কি বস্তু? কাকা উত্তর করলেন, এটি দাবা।
- ইহাতে কি হয়?
- এটা এক প্রকার খেলা।
- কি করিয়া খেলে?
- তুমি বুঝবে না এখন, বড় হও বুঝবে।
(এই 'বড় হও' শব্দটাতে এই বিজ্ঞ মানুষটির বরাবর বড় আপত্তি। সংসারে প্রতি পদে পদে কেন এই শর্তটিকে নাকের আগায় ঝোলানো হয় সে বুঝিয়া উঠিতে পারে না। ঘরের আসবাবপত্রাদি, আকাশ-জল-মাটি, মনুষ্য-গবাদি-পক্ষীকূল ইত্যাদিকে স্বচক্ষে সবিশেষ দেখা যায়, তাহারা অদৃশ্য হইয়া তাহার বড় হইবার অপেক্ষায় থাকে না, তবে ইহাদের এত আপত্তি কেন? অগত্যা তিনি ক্ষুণ্ণ হয়ে পরবর্তী প্রশ্নবাণ ছুঁড়লেন)
- তুমি ঠিক মত বুঝাও যদি বুঝিব না কেন? বুঝাও।
অগত্যা কাকা ঘুঁটি সাজিয়ে বোঝাইবার প্রয়াস পাইলেন। এবং বোঝামাত্র সে আপনাকে কাকার প্রতিপক্ষ করিয়া খেলার জন্য প্রস্তত হইয়া বসিয়া পড়িলেন। খেলা আরম্ভ হইল। কাকা প্রথম ঘুঁটি কক্ষ হইতে বাহির করিয়া এক ঘর আগাইলেন। সেও আগাইলো। তাহারপর যা ঘটিল সেই ঘটনার অবতারণা করিব বলিয়াই এই লেখনী।
তিনি আচমকাই তাহার নিজের পক্ষের দুটি ঘোড়া ও কাকার পক্ষের দুটি ঘোড়া, মোট চারটি ঘোড়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন। কাকা খেলার এরূপ নিয়মের সহিত পরিচিত না থাকার দরুণ বিস্ফারিত নেত্রে খানিক চাহিয়া বলিলেন, আহা কি করো, কি করো?
বিজ্ঞ ভাইপো কহিল, "রে কাকা, সেই কোন ক্ষণ হইতে এই ঘোড়াগুলি দণ্ডায়মান রহিয়াছে অন্নজল বঞ্চিত হইয়া। এ অন্যায় সহিতে পারি না। আপনি বসো, আমি ইহাদের জল খাওয়াইয়া আনি।"
তিনি প্রস্থান করিলেন। কাকা কিংকর্তব্যবিমূঢ় হইয়া বসিয়া রহিলেন। চারিখানি ঘোড়া জল খাইতে কতখানি সময় লইবে সে বিষয়ে কোনো পূর্ব ধারণা কাকার নেই কিনা!
ইহার পর কি হইল, খেলায় কে জিতিল, কে হারিল, এ প্রশ্ন অবান্তর। ইতিহাসের যে বিরল ঘটনার সাক্ষ্য রহিলেন, তাহার জন্য স্বীয় ভাগ্যকে ধন্যবাদান্তর আসুন, আমিও আসি।