Skip to main content

001

কী ভয়ংকর পরীক্ষা! কেন? এগুলো ছেপে ক্লাসের টেক্সট বইতে আসে কী যুক্তিতে? পড়ানো হয় কী করে? সেনসরড হয় না? ক্লাস নাইনে পড়া দুটো বাচ্চা যদি এই পরীক্ষাটা সত্যি সত্যিই করতে যায়? কোনো অঘটন ঘটলে কে দায় নেবে?

আমার পড়া ইস্তক আতঙ্ক লাগছে। অস্বস্তি হচ্ছে। পড়ে দু একজন বলল, যদি নাকে আঠা দিয়ে দিই? বালিশ চেপে ধরা যায়?

এত দায়িত্বজ্ঞানহীন হন কী করে যারা বই লেখেন?

(উল্লেখ্য যে এই বছরের সংস্করণে এটা নেই দেখলাম। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে আমাদের রাজ্যে বহু ছেলেমেয়ে নতুন বই কেনার সামর্থ্য না থাকার জন্য, বা একই তো সিলেবাস ইত্যাদি কারণে এই পুরোনো সংস্করণই পড়ে যাচ্ছে। যেটা মাত্র গতবছরেরই। যার বই থেকে ছবিটা তোলা, সেও এই শিক্ষাবর্ষেরই।)

002

003