সৌরভ ভট্টাচার্য
26 June 2013
এত ফুল জড়ো করেছ সিংহাসনে?
কেন?
তার চেয়ে থাক না কিছু গাছে।
কিছু তোলো সাজিতে।
সাজি থেকে কিছুটা দাও পাশের বাড়ির দিদিকে,
ওদের গাছে আজ ফুল ফোটেনি।
দেখেছ তো!
কিছু দাও কাজের মাসির মেয়েটার জন্য।
ও মালা গাঁথতে চায় পুতুলের জন্য।
জানোই তো!
কিছু দাও পুত্রবধুর হাতে।
ও খোঁপায় পরবে।
বোঝোই তো!
কটা ফুল না হয় রাখলেই
তোমার বালিশের পাশে!
চাওই তো!
বাকি ফুলটা নিয়ে এসো ঠাকুর ঘরে।
এবার চোখ বুজে বোসো।
দেখো, কোনো পিছুটান নেই।
তার চেয়ে থাক না কিছু গাছে।
কিছু তোলো সাজিতে।
সাজি থেকে কিছুটা দাও পাশের বাড়ির দিদিকে,
ওদের গাছে আজ ফুল ফোটেনি।
দেখেছ তো!
কিছু দাও কাজের মাসির মেয়েটার জন্য।
ও মালা গাঁথতে চায় পুতুলের জন্য।
জানোই তো!
কিছু দাও পুত্রবধুর হাতে।
ও খোঁপায় পরবে।
বোঝোই তো!
কটা ফুল না হয় রাখলেই
তোমার বালিশের পাশে!
চাওই তো!
বাকি ফুলটা নিয়ে এসো ঠাকুর ঘরে।
এবার চোখ বুজে বোসো।
দেখো, কোনো পিছুটান নেই।