সৌরভ ভট্টাচার্য
13 July 2022
মানুষটাকে ঘরে রাখা গেল না
কারণ প্রায় উপার্জনহীন
অথর্ব, জীর্ণ শরীর
সরকারি হাস্পাতালও রাখতে চাইল না
কারণ বেখেয়ালি মানুষটা
হুস করে
একমাত্র সম্বল
প্রাণবায়ুটা ফেলল হারিয়ে
আগুন নিল
দাহ করার দাম নিয়ে,
আত্মীয়স্বজন বন্ধুবান্ধব
দিল সে মূল্য
সে নিঃশব্দে বলল
কৃতজ্ঞ রইলাম
ফেরত পাওয়ার আশা ছেড়েও
এই যে দিলে
ছাই হওয়ার দাম