Skip to main content

এই তো সকাল হল
  কিছু পাখির ডাক কানে আসছে

অপ্রয়োজনের ডাক
       গভীর আনন্দ জাগিয়ে আলস্য কাটালো

   অকারণে জাগার কারণ তো পাওয়া গেল
        সংসারের বাইরে, এই তো ঈশ্বরের ডাক
                "বাইরে এসো, বেরিয়ে এসো"

Category