সৌরভ ভট্টাচার্য
3 April 2016
হাত ছেড়ে গেলে
হাতের কথাও বুঝি ভুলে যায় মানুষ?
ঝরাপাতার গান বোঝে কালবৈশাখি
গাছের হৃৎপিণ্ডে লাগায় পক্ষীরাজের ছুট
উদাস নৃত্যের তালে বসন্ত ফেরে
ঝরা ফুলের পাপড়ি মাড়িয়ে,
পথের বাঁকে বাঁকে রেখে যায়
টুকরো কথার কোমল ছায়া
ওরা ডাকতে জানে চেনা ইশারায়
অসহায় করে
(ছবিঃ সমীরণ নন্দী)