অনেক বসন্তের গল্প জমে
ওই ঠোঁটে না ওঠা কাপ দুটোর বুকে
ওদের আর টেবিলে রেখো না
ওতে আর চাও ঢেলো না,
উপচে পড়বে, হাত পুড়বে।
ওদের কানাগুলো ভেঙে তীক্ষ্ণ,
নরম ঠোঁট রক্তাক্ত হবে।
তার চেয়ে কাপগুলো গুদোম ঘরে থাক,
ওদের বুকে ধুলো জমুক,
গল্পগুলো ঘুমাক গভীর ঘুমে।
(ছবিঃ সুমন দাস)