Skip to main content

 

অনেক বসন্তের গল্প জমে
ওই ঠোঁটে না ওঠা কাপ দুটোর বুকে

ওদের আর টেবিলে রেখো না
ওতে আর চাও ঢেলো না,
উপচে পড়বে, হাত পুড়বে।
ওদের কানাগুলো ভেঙে তীক্ষ্ণ,
নরম ঠোঁট রক্তাক্ত হবে।

তার চেয়ে কাপগুলো গুদোম ঘরে থাক,
ওদের বুকে ধুলো জমুক,
গল্পগুলো ঘুমাক গভীর ঘুমে।
 
 
 
 
(ছবিঃ সুমন দাস)

Category