Skip to main content

তো কৃষ্ণ যখন অর্জুনকে বললেন, কি বললেন? কৃষ্ণ বললেন, এই জ্ঞান আমি অমুক অমুককে আগে দিয়েছি। এই এখন তোমায় বলছি। 

    অর্জুন মেলা কনফিউজড, মানেটা কি? তিনি তখন কৃষ্ণকে বললেন, তোমার জন্ম তো এই সেদিন, আর যাদের কথা বলছ তারা তো কবে জন্মেছে... মানেটা কি?

    তখন কৃষ্ণ কি বললেন? তিনি বললেন, বাছারে, তোমার আর আমার অনেক জন্ম আগে হয়ে গেছে। তোমার সে সব মনে নেই। কিন্তু আমার সব মনে আছে। 

    অর্জুন কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ করে কে একজন পাশ থেকে বলে বসল, আমরাও.. আমারও সব মনে আছে। আমি গতজন্মে কোথায় কোথায় যুদ্ধ করেছি, জেলে গিয়েছি সব বিলক্ষণ মনে আছে....

    অর্জুন কনফিউজড। কৃষ্ণও প্রচণ্ড কনফিউজড, বেশভূষা দেখে প্রথমে ব্যাসদেব ভেবেছিলেন... কিন্তু এইদিকে স্ক্রিপ্টে এসব তো লেখা ছিল না... কি হবে? তারপর যখন সত্যিকারের ব্যাসদেব বললেন, কাট!! তখন কৃষ্ণ বললেন, মহাকাল এসব কথা লিপিবদ্ধ করবেন না....