সৌরভ ভট্টাচার্য
1 September 2017
একখেন পোস্ট পইড়া চক্ষু চড়কগাছ হইল। একজন রামকৃষ্ণ ভক্ত লিখছেন যে, 'রামকৃষ্ণ মিশনের নিন্দা শোনা পাপ। গুরুতর পাপ। রামকৃষ্ণদেবের গৃহীভক্ত নাগ মহাশয় একবার গুরুনিন্দা শুনে নিন্দুককে বেগো জুতোপেটা করেছিলেন। আমাদেরও উচিৎ নিরুত্তর না থাকা'।
আমি মনে মনে ভাবলুম, ভাগ্যে দৃষ্টান্তটা জুতো অবধিই সীমাবদ্ধ। নইলে অন্য কিছু হাতে তুললে তো আজ... থাক থাক। একা রামে রক্ষা নেই সুগ্রীব তার দোসর!
পোস্টটিতে লাইকের সংখ্যা কিন্তু কয়েক হাজার ছাড়ালো বলে... সাওধান!!!!!!