সৌরভ ভট্টাচার্য
6 November 2018
আজ এই সিনেমাটা (#COCO) ভীষণ মনে পড়ছে। যারা দেখেছেন তারা জানেন কেন মনে পড়ছে। যারা দেখেননি তাদের জন্য বলি, একটা অপূর্ব দর্শন সিনেমাটা মাথায় এঁকেছিল। আমার পরলোকগত প্রিয় মানুষেরা সেই লোকে ততদিন জীবিত থাকে আর নির্দিষ্ট দিনে আমাদের সাথে দেখা করতে আসার অনুমতি পায় যতদিন আমরা তাদের মনে রাখি, তাদের ছবিতে তাদের পার্থিব অবয়বকে যত্নে রাখি। কি অপূর্ব সিনেমাটা। Prosenjit এর কল্যাণে ওর ল্যাপটপে আরেকবার দেখার সুযোগ হয়েছিল। হ্যাপি কোকো ডে! দীপাবলি থাক। সব ঘরে আলো জ্বলল কই? বরং কোকো জ্বালিয়েছে স্মৃতির আদরে আগুন পথে পাড়ি দেওয়া ভালোবাসার নিঃস্ব ঘর, অদ্ভুত দর্শনের প্রদীপে।