Skip to main content
COCO

ছোটোদের গল্প, ছোটদের ছুঁয়ে সবার গল্প হয়ে গেল। পরিবারের মূল খোঁজা। পরিবার মানে জীবিত আর একদা জীবিত - সবাইকে নিয়ে। যারা সে অর্থে জীবিত নয়, তারাও আছে সেই লোকে, যতদিন আমার স্মৃতিতে তারা আছে। তারপর আসে চরম মৃত্যু।

পরিবারের মূলসূত্র তাই ভালোবাসা। পাশাপাশি থাকা। COCO বলতে চাইছে পরিবারের সাথে জুড়ে থাকার গল্প, ঐতিহ্যকে নিয়ে বাঁচার গল্প, মূল খোঁজার গল্প, মূলের সাথে জুড়ে থাকার গল্প। যার কাছে খ্যাতি-প্রতিপত্তি ইত্যাদির হাতছানি অর্থহীন, অবশেষে শূন্য।

খুব ভালো লাগল দেখে। যাদের সময় আছে অনুরোধ করব দেখে আসার, সাথে কচিকাঁচা থাকলে তো কেয়াবাত!