সৌরভ ভট্টাচার্য
15 February 2016
চিঠি যখন আসে
সেকি পথের খবর আনে?
না তো না
না তো না
সে শুধু
তার সৃজকের কথাই আনে
একের কথা
ভেসে ভেসে
দেশে দেশে
আরেককে বলতে আসে
সে কি শুধুই কথা আনে?
না তো না
না তো না
সে কথার মালা
নানা রঙের সুখ দুঃখ
সুতোয় করে গাঁথে
পথের ধুলো মেখে
পড়ে আকাঙ্খিতের হাতে