সৌরভ ভট্টাচার্য
28 May 2016
আমি তাঁকে যেদিন মুক্তি দিলাম
আমার বাসনা পূরণের পদকর্তা থেকে
সেদিন তিনিও আমায় মুক্তি দিলেন
লোভে ঢাকা মুক্তির আকাশকে মুক্ত করে
সেদিন থেকে তাঁর সরোবর থেকে শীতল বাতাস আসে আমার বাগানে
আমার বাগান থেকে ফুল উড়ে বুকে ভাসে সে সরোবরের জলে
আমরা দু'জনেই মুক্ত দু'জনের দিকে তাকিয়ে
ওই সরোবরের তলদেশে আছে
আমার মননের মণি - চিন্তামণি