সৌরভ ভট্টাচার্য
6 May 2016
সুতোর পরে সুতো জোড়া
তাতে হরেক রকম রঙ করা
একটু এদিক ওদিক হলে
সুতোর বাঁধন যাবে খুলে
সেই সুতোতেই ঘর বানানো
রঙ মিলিয়ে রঙ সাজানো
সুতোর ভাষায় সুতোর টান
লক্ষ সুতোয় বাঁধছে প্রাণ
সুতোর খেই যেই হারালে
চেনা জগৎ সেই খোয়ালে
সুতোর মালিক যদি চান
সব সুতোরই নাগাল পান
তাই সব সুতো ভাই
তাঁর দুয়ারে
সময় থাকতে দে ফিরায়ে
সুতোয় সুতোয় জড়াজড়ি
মিটবে খেলা, বুঝবি -
বিনা সুতোতেই মজা ভারী