Skip to main content

বৃষ্টি ভেজাচ্ছে না
বৃষ্টির শব্দতে ভিজছি

     ছুঁতে চাই না 
        তোমার আশ্বাসে বাঁচতে চাই

তাই কান পেতে
  মেঘ-মাটির মিলনকাব্য শুনছি