সৌরভ ভট্টাচার্য
24 January 2021
নিশ্চিন্ত একটা জীবন।
ঈশ্বর। গুরু। ধর্ম। অর্থ। আইনকানুন। বিনোদন।
কেউ দিতে পারল কই?
বরং আরো গোলমাল করে দিল সব,
আরো জটিল।
সব শেষে মন জিজ্ঞাসা করল
আসলে কি চাইছিলে?
কিসের জন্য এত দৌড়াদৌড়ি?
বললাম, নিশ্চিন্ত জীবন।
মন বলল,
মৃত্যুর মত?
নিরুদ্বেগ। সরল। সংশয়-দ্বিধা-দ্বন্দ্বহীন?
চুপ রইলাম।
চুপ করে গেলাম।