Skip to main content

অনেকক্ষণ ছোঁয়াছুঁয়ি খেলার পর বুঝলাম
ও আমায় ধরতে চাইছিল না,
আমায় দৌড় করাতে চাইছিল।
না হলে খেলাটা থেমে যেত বহুক্ষণ আগেই।
ও, না ধরা দিল
না ধরে রাখল

এতগুলো বছর শুধু খেলার ঘুঁটি হয়ে কাটলো 

খেলোয়াড় বদলে বদলে গেছে, যায়ও
খেলার ঘুঁটি শুধু ফিকে থেকে আরো ফিকে হয়
শেষে সাদা শুকনো ফ্যাকাসে হয়ে ঘরের কোণে পড়ে থাকে
আমি দেখেছি এরকম অনেক ঘুঁটি সংসারে
লড়াইয়ের ভান করে এমন লড়াইয়ে মাতে-
যেন লড়াইটা সেই শুরু করেছিল!
হায় রে হায়, স্বল্প লোভীর দল!
যদি লোভটাও অন্তত বড় করতে পারতিস
তবু লড়াই কি জিনিস বুঝতিস

আমি ফিরলাম
ওরা বলল, কাপুরুষ
আমার অন্তরাত্মা হাসল
বললাম, খেলায় নেবে?
যাঃ কোথায় সব বীরপুরুষের দল!

Category