Skip to main content
ছোট্ট যীশু - অতীশ

উত্তর পূর্ব ভারতবর্ষ
প্রাচীন ঝর্ণা
আদিম প্রস্রবণ
তীরে ধ্যানমগ্ন তিনজন সন্ন্যাসী

খানিক দূরে দাঁড়ালাম একা
   অতীশ ধরছে প্রজাপতি
জলে ডানা আটকানো মৃতপ্রায় প্রজাপতিদের
     শুকনো ডাঙায় তুলে প্রাণ বাঁচাচ্ছে অতীশ
           ছোট্ট যীশু

লজেন্স দিলে লজেন্স খেয়ে
    লজেন্সের প্যাকেট জলে ধুয়ে খেলো অতীশ

প্রাচীন সন্ন্যাসী, প্রাচীন ভারতবর্ষ ধ্যানমগ্ন
       মায়ার সংসারে মায়াধীশের অন্বেষণ
   প্রাচীন ভারতের চোখে পড়ল না।

অতীশ আবার লজেন্স চায়
       মোবাইল নিয়ে খেলতে চায়
প্রাচীন ভারতবর্ষ এগিয়ে গেলো
     সন্ন্যাসীর চোখে এলো না অতীশ

  "কোথায় পড়ো?"

   অতীশ দেখালো বহুদূরে আঙুল তুলে
        একটা চার্চ।

প্রাচীন ভারত, চোখ এড়ালো
   আধুনিক ভারত?
     এখনো লজেন্সের প্যাকেট ধুয়ে খায় অতীশ
        মৃত প্রজাপতি ডাঙায় বাঁচায় অতীশ

  তবু কয়েকটা প্রজাপতি জলে ভেসে যায়
      নিঃশব্দে কাতর চোখে তাকিয়ে অতীশ


(ছবিঃ Suvajit Mondal)

Category