ছোটোরা না হয় ছোটোদের মতই থাকুক। তাদের কল্পনা, ভাষা মাড়িয়ে, নাই বা হেঁটে গেল বড়দের কাদা মাখা পা?
"কি আঁতলামি মশায়? কাদা কি সংসারে নেই?"
আছে। অবশ্যই আছে। আপনার আমার সংসারে সে বাঞ্ছিত না হলেও আছে। দিব্যি আছে। কিন্তু ওদের ঘরটায় তা বলে?
"আপনি প্রতিভাটা দেখলেন না?"
দেখলাম, প্রতিভার অপব্যবহার দেখলাম। যেমন দেখে আসছি নানা রিয়েলিটি শো তে অহরহ। পাবলিকের মনোরঞ্জন হয় যে!
"আপত্তিটা কোথায়?"
ভাষায়। ভাষায় মন গড়ে। কল্পনা গড়ে। মানছি আমাদের ও বয়সের ভাষায় জোগান দেওয়ার সাহিত্য কম। নিশ্চয় সে ইংরাজি ভাষা জানে। তাইতেই না হয় শেখান।
"এটা আপনার বাড়াবাড়ি, অনুকরণ কি আগে ছিল না?"
আগে থাকলেই তা যদি মহত্বের হয়, তবে সে গৌরব মৌমাছি করুক, যে তার সৃষ্টির আদিকাল থেকে একই পদ্ধতিতে মৌচাক বানিয়ে আসছে। সে সনাতন। সত্য অর্থে সনাতন। তাই ওই শব্দে গৌরব দেখি না। আধুনিক মনস্তত্ব কি বলে একটু দেখুন। শুধুমুধু হাইপের চক্করে আর কদ্দূর বড়দের মত সব কিছু শুনতে, দেখতে হবে, ভয় করে।
"কিন্তু উনি অত বড় অভিনেতা হয়ে যে একসাথে শেয়ার করেছেন, ভুল করেছেন বলতে চান?"
হুম, ভুল করেছেন। যে শব্দগুলো উচ্চারণ করে বাচ্চাটি এই হইহই শব্দ শুনল। সে বুঝে গেল, বড়রা কত বোকা, কত স্বার্থপর। এমন অভিনয় রপ্ত করতে পারলেই সব সোজা। তার সাথে প্রাণের যোগ থাকুক চাই না থাকুক। শুধু দেখতে হবে নকলটি যেন আসলের মত হয়। ব্যস, কেল্লাফতে।