সৌরভ ভট্টাচার্য
12 December 2015
নতুন একটা চশমা নিলাম
বেজায় ঝক্কি পোয়াতে হল
কেমন লাগছে বললে না যে!
অমনি বুঝি হিংসে হল
আরে আরে দাম বেশি না
হাজার চারেক, বুঝলে কিনা
আঁতকে উঠলে দামটা শুনে?
গুণটা শুনলে বুঝবেখনে
বড় সাধ ছিল মনে
ভাসি সুখে অকারণে
মেঘে মেঘে বেলা কাটে
স্কুল পড়া পিছু হটে
আহা আহা কি যে সুখ
ছুটি খেলা নাই দুখ
ডানা নেই কি যে করি
সারাদিন ভেবে মরি
একদিন ভোরেতে
দেখি পূব কোণেতে
কে রেখেছে মাগো মা!
এই সেই চশমা
যেই চোখে দিয়েছি
সেই মেঘে উঠেছি
আহা আহা কি যে সুখ
আর নেই কোনো দুখ
মনে বুঝি লোভ হয়?
চোখে দিতে সাধ যায়?
পাবে পাবে, বলে দিই
রোজ রাতে খাও ঘি
তারপর মিহি তানে
সাধো গলা মূলতানে
তারপর ছাদেতে
শুয়ে পড়ো ধারেতে
তারপর? জানি নাকো
নিজে নিজে ভাবো নাকো!
আরে আরে কি বললে?
আবার বলো যা বললে!
ডজন খানেক ক্যাডবেরি
হুঁ............
তা হলে দিলেও দিতে পারি
(ছবিঃ সৃজা চক্রবর্তী)