Skip to main content
আলো অন্ধকারে অনেকটা হাঁটলাম।
জলে স্থলে অন্তরীক্ষেও ভাসলাম।

এভারেস্টে না চড়লেও বা ভারত মহাসাগরের মাটি না ছুঁলেও
সারা জীবন অনেক উঠলাম নামলাম।

সাইবেরিয়ার শীতলতম দিন বা থর মরুর উষ্ণতম দিন দেখিনি
মৃত্যুর শীতলতায় আর উদ্বেগের উষ্ণতায় থেকেছি অনেকবার।
 

সুপার সাইক্লোনে বা রিখটারের চূড়ান্ত কম্পনে পড়িনি কখোনো 
তবে বহুবার হলাম তো কক্ষ্যচ্যুত সম্বলহীন।

তবু বাঁচতে ইচ্ছা করে
বিশেষ কিছু জীবনে নাই বা ঘটুক।
বেঁচে থাকতেই পারি আরেকটু কাছাকাছি,
 
বুকের দিকে আরও একটু সরে এসে।
কি জানি যদি ভিতরের দরজাটা খোলে?

Category