সৌরভ ভট্টাচার্য
14 March 2015
ভেবেছিলাম তোমায় আমি দেব
আমার যা কিছু সব উজাড় করে
দিলাম তোমায় এমন কিছু
ভাবিও নি যা দিতে পারি
গর্বে মেতে ঘরে ফিরি
এমন দান পাও নি জীবন ভরে!
ঘরে এসে চমকে উঠি
সারা ঘরে একতিলও নেই স্থান
রাখি পায়ের পাতা
সবখানেতে তোমারই দানে ভরে!
কি নির্বোধ ছিলাম আমি
আমার বলে কি আছে, যে দেবো?
তোমার দেওয়া আমার আমি
মিথ্যা গর্বে ধরা কে সরা করে
আমি দেবো!?
একি মোহ ঘনিয়েছিল চোখে
ভাঙলে সে ভুল
দুহাত পেতে আমায় ছল করে।