সৌরভ ভট্টাচার্য
5 August 2015
উড়ে চলেছি
ভেসে চলেছি
খুঁড়িয়ে চলেছি
হেঁচড়ে চলেছি
জেগে চলেছি
ঘুমিয়ে চলেছি
পিছনে চলেছি
সামনে চলেছি
উপরে চলেছি
নীচে চলেছি
ভুলে চলেছি
ঠিকে চলেছি
পাপে চলেছি
পূণ্যে চলেছি
আলোতে চলেছি
আঁধারে চলেছি
একা চলেছি
দোকা চলেছি
অনেকে চলেছি
বিশ্বাসে চলেছি
সন্দেহে চলেছি
আশাতে চলেছি
হতাশাতে চলেছি
কেঁদে চলেছি
হেসে চলেছি
চলেছি জীবনে
চলব মরণেও