Skip to main content

মা যতদিন আইসিইউতে ছিলেন

  দু নাম্বার বেডে

 

দুবেলা যেতাম

    একই রাস্তা দিয়ে

 

কে জানত হাস্পাতালের উল্টোদিকে

 এমন কৃষ্ণচূড়া গাছ আছে

 

  চোখে পড়েনি তো কোনোদিন 

 

আজ সে রাস্তা দিয়ে আসছি

   বহুদিন পর

দেখলাম রাস্তা জুড়ে পড়ে কত কৃষ্ণচূড়া!

 

  জিজ্ঞাসা করলাম

       চায়ের দোকানে

  গাছ কি ছিল বরাবরই

 

সে চা ছাঁকতে ছাঁকতে বলল,

    বহুকাল! সেই সে আমার ছোটোবেলা থেকে

 

চোখে পড়েনি সেদিন

    আজ পড়ল

যখন আইসিইউতে

 

     দু নাম্বার বেডে অন্য কেউ শুয়ে

হয় তো তার আপনজনও খেয়াল করেনি আজ

 

    রাস্তা ছেয়ে আছে কৃষ্ণচূড়ায়

হয় তো কোনোদিন করবে

    কিম্বা হয় তো করবে না

Category