sumanasya
29 March 2024
মা যতদিন আইসিইউতে ছিলেন
দু নাম্বার বেডে
দুবেলা যেতাম
একই রাস্তা দিয়ে
কে জানত হাস্পাতালের উল্টোদিকে
এমন কৃষ্ণচূড়া গাছ আছে
চোখে পড়েনি তো কোনোদিন
আজ সে রাস্তা দিয়ে আসছি
বহুদিন পর
দেখলাম রাস্তা জুড়ে পড়ে কত কৃষ্ণচূড়া!
জিজ্ঞাসা করলাম
চায়ের দোকানে
এ গাছ কি ছিল বরাবরই
সে চা ছাঁকতে ছাঁকতে বলল,
বহুকাল! সেই সে আমার ছোটোবেলা থেকে
চোখে পড়েনি সেদিন
আজ পড়ল
যখন আইসিইউতে
দু নাম্বার বেডে অন্য কেউ শুয়ে
হয় তো তার আপনজনও খেয়াল করেনি আজ
রাস্তা ছেয়ে আছে কৃষ্ণচূড়ায়
হয় তো কোনোদিন করবে
কিম্বা হয় তো করবে না