Skip to main content


একটা সকাল আসুক
তোমার চিঠি লেখা একটা খাম নিয়ে।
তাতে লেখা থাকুক-
সবাই ভাল আছে, সুস্থ আছে, আনন্দে আছে।

আমি সেই সকালেই চলে যেতে পারি সব ছেড়ে
শুধু চিঠিটা আরেকবার পড়ে
আবার পড়ে, শূন্য হাতেই।