সৌরভ ভট্টাচার্য
24 October 2014
তোর ইচ্ছায় থাকি বা না থাকি
অনিচ্ছাতে থাকব না।
দূরেই যদি কাছে থাকি, কাছে থেকে দূর করব না।
তোর মত তুই আসবি যাবি, আমার কোন শর্ত নেই।
না আসলেও হারাই হারাই এমন কোনো
বালাই নেই।
তোর যা আছে আমার কাছে সে যে আমার চিরকালের।
তার-ই জোরে সকাল আমার, সান্ত্বনা সে রাত্রিকালের।
আমার করে তোকে পাব, এমন কথা- বালাই ষাট!
আমাতে তোকে মিশিয়েছি, বার দুয়ারে দিয়ে কপাট।
এখন মরণ আসুক জীবন বেয়ে, আর কিছু তো চাওয়ার নেই।
যা ফেরাবার ফিরিয়ে যাব, চিরকালের?
তুই তো সেই!
দূরেই যদি কাছে থাকি, কাছে থেকে দূর করব না।
তোর মত তুই আসবি যাবি, আমার কোন শর্ত নেই।
না আসলেও হারাই হারাই এমন কোনো
বালাই নেই।
তোর যা আছে আমার কাছে সে যে আমার চিরকালের।
তার-ই জোরে সকাল আমার, সান্ত্বনা সে রাত্রিকালের।
আমার করে তোকে পাব, এমন কথা- বালাই ষাট!
আমাতে তোকে মিশিয়েছি, বার দুয়ারে দিয়ে কপাট।
এখন মরণ আসুক জীবন বেয়ে, আর কিছু তো চাওয়ার নেই।
যা ফেরাবার ফিরিয়ে যাব, চিরকালের?
তুই তো সেই!