সৌরভ ভট্টাচার্য
20 November 2014
পূবাকাশ লাল হল
হৃদয়নীড়ে সুখ দুখ আশার পাখিরা জাগল
আমি চোখ মেলতেই ওরা উড়ে গেল বাইরে
সারা আকাশ উড়ে বেড়াচ্ছে, আমি দেখছি
সারাদিন ওরা ফিরবে এদিক ওদিক
কিছু পাবে, কিছু হারাবে, তবু উড়বে
ফিরে আসবে আবার গভীর রাতে
ঘুমিয়ে পড়বে উষ্ণ হৃদয়নীড়ে সব পালক ছড়িয়ে
কিছু হারিয়ে, কিছু পেয়ে
হৃদয় কিছুর হিসাব রাখবে না
সে সব ভুলিয়ে ওদের ঘুম পাড়াবে শান্তিতে-
শান্তি শান্তি শান্ত
চিরন্তন সুরে